প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:১৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। সোমবার বিকেলে হাটখোলা, ধরঞ্জী বাজার, কোতোয়ালীবাগ ও রতনপুর বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতারা বলেন, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার সংগ্রাম ও তারেক রহমানের নির্দেশনা ছাড়া গণতন্ত্র ও উন্নয়নের পথে জাতিকে এগিয়ে নেয়া যাবে না। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
জয়পুরহাট-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত রাখা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান কর্মসূচিতে নেতৃত্ব দেন। তার সাথে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, যিনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের দুঃশাসন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারেক রহমানের বার্তা প্রতিটি ঘরে পৌঁছানোই এখন আমাদের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল। এছাড়াও বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সম্পাদকগণ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সেই লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় কর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করতে হবে। সভায় বিভিন্ন বক্তা বলেন, এই অঞ্চলের মেহনতি মানুষের কষ্ট ও অধিকার নিয়ে কাজ করাই বিএনপির রাজনীতির মূল ধারা।
তারেক রহমানের সালাম পৌঁছানোর পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে দলীয় কর্মীদের সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে রাজনীতির মাঠে বিএনপির সক্রিয় অবস্থান তুলে ধরা হয়েছে। নেতারা বলেন, শহীদ জিয়ার আদর্শেই বিএনপি চলবে এবং জনগণের রায়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।