প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:৩৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে তালের চারা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের জন্য গ্রামীণ রাস্তার ধারে তাল চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস তথ্যমতে জানা যায়, কর্মসূচির আওতায় সরাইল হতে টিঘর রাস্তার দুই পার্শ্বে ২ শত৫০টি তালের চারা রোপণ করা হয়। ২৫০টি তালের চারার জন্য ৫০০টি খুটি, ও ২৫০টি নেট প্রদান করা হয়েছে।সরাইল উপজেলায় ২০০ টি তালের চারা এবং তাল গাছ রক্ষার জন্য বেড়া (খাঁচা) একযোগে স্থাপন করা হয়েছে। তারা আশা করেন সরকারের পাশাপাশি এই বর্ষা মৌসুমে স্থানীয়দের উদ্যোগেও তালের চারা রোপণ করা হবে।
উঁচু ও একক অবস্থানে থাকা তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক”।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.মোশারফ হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.একরাম হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদ,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. মশিউর রহমানসহ এলাকার মুরুব্বীরা এবং বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মোশারফ হোসাইন বলেন, এ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে দেশী উন্নত জাতের তাল গাছের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে নতুন নতুন রাস্তাসহ উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপন করা হবে। তাল গাছ আমাদের পরিবেশের বন্ধু।
এর শিকড় মাটির ক্ষয় রোধ করে, আর পাতা ছায়া দেয়। এমনকি বজ্রপাত প্রতিরোধে ও তাল গাছের ভূমিকা রয়েছে।