প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সৈয়দ টুলা গ্রামে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সরাইল উপজেলার সৈয়দ টুলা গ্রামে এই আয়োজন দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। লাঠি খেলা ছিল আয়োজনের মূল আকর্ষণ। দর্শকের সমাগমে এলাকাটি যেন পরিণত হয় জনসমাবেশে। তরুণ প্রজন্মকে লাঠি খেলার সাথে সম্পৃক্ত ও মাদকাসক্ত থেকে দূর করতে এ আয়োজন বলে জানান আয়োজকেরা।
শুক্রবার( ১১ জুলাই) বিকালে সৈয়দ টুলা পশ্চিম পাড়া ভোলন স্মৃতি লাঠি খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। লাঠি খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন লাঠিয়াল বাহিনী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলান মাহমুদ আলী, সরাইল সদর বিএনপি সভাপতি মো. কাজল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন মাষ্টার, সালিশ কারক মো.সিদ্দিক আলী, উপজেলা জাসাস সভাপতি মো.রিপন ঠাকুর, মো. মিজান মিয়া, মো. জাহাদ আলী, খেলার সভাপতি করেন সালিশ কারক মো. নুরুল হক মিয়া,
একত্রে সামনের বিপদকে মোকাবেলা করার দীক্ষাও রয়েছে এই খেলায়। লাঠিয়াল খেলার কয়েক জন বলেন, ফুটবল ক্রিকেটের পাশাপাশি লাঠি খেলায় রয়েছে আনন্দ। ঠিকমতো কৌশল রক্ত করতে পারলে এটি শারীরিক ও মানসিক উভয় দিক থেকে আনন্দদায়ক। আমাদের গ্রামের বিভিন্ন বয়সের তরুণ ও সাধারণ মানুষকে নিয়ে তৈরি করেছি লাঠিয়াল বাহিনী। এই খেলায় আমার লাঠিয়াল বাহিনীও খেলা প্রদর্শন করছে। আমাদের খুব ভালো লাগছে। নিয়মিত এমন আয়োজন ও লাঠিয়াল বাহিনীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হলে এই খেলা আবারো নবরুপে ফিরে আসবে।