প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১৯:৫৭
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে রাজবাড়ীর মেসার্স আমিন এগ্রো ফার্ম লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা এবং এর সহযোগী প্রতিষ্ঠান অর্ণব ফার্টিলাইজারকে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘ শুনানি ও তদন্ত শেষে গত ৭ জুলাই অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এই আদেশ প্রদান করা হয়। তবে দাপ্তরিক চিঠি না পাওয়ায় ৯ জুলাই (বুধবার) পর্যন্ত রায় বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ।