প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১৭:১০
সিরাজগঞ্জের সলঙ্গা থানার অন্তর্গত আগরপুর গ্রামে একরাতে ব্যাটারিচালিত দুটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন হতদরিদ্র পিতা ও পুত্র। গত সোমবার (৮ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন মৃত ইউসুফ মিস্ত্রির ছেলে মোঃ শহিদুল ইসলাম ও তার ছেলে মোঃ ফরিদুল ইসলাম। তারা জানান, প্রতিদিনের মতো রাতে ব্যাটারিচালিত অটোরিকশা দুটি চার্জে দিয়ে তারা ঘুমাতে যান।
রাত প্রায় একটার দিকে তারা ঘুমিয়ে পড়েন এবং রাত আড়াইটার দিকে শহিদুল ইসলাম ঘুম থেকে উঠে ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখতে পান যে ঘরের দরজাগুলো বাইরে থেকে শিকল দিয়ে আটকানো। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে দিলে তারা দেখতে পান ঘরের দরজাও ভাঙা এবং চোরেরা ভেতর থেকে ব্যাটারিচালিত দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
চুরি হওয়া অটোরিকশা দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ঋণ করে এই অটোরিকশা দুটি কেনা হয়েছিল এবং এগুলোর আয়ে তাদের পরিবারের দৈনন্দিন খরচ চলত। এখন এই ক্ষতির কারণে তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির প্রবণতা বেড়েছে এবং রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং জনগণ পুলিশের টহল ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, চুরির বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এলাকাবাসীর মতে, দরিদ্র মানুষের স্বপ্ন ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই অটোরিকশা দুটি চুরি হওয়া অত্যন্ত হৃদয়বিদারক। তারা আশা করছেন প্রশাসনের উদ্যোগে চোরচক্র শনাক্ত ও মালামাল উদ্ধার সম্ভব হবে।