প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১২:৩৬
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই প্রসাধনীসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা সদস্যরা সরকারবাজার এলাকায় একটি চেকপোস্ট বসান। এ সময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার নির্দেশ দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়। ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬,১৬৪টি ফেসক্রিম ও ১৯২টি ফেসওয়াশ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। অভিযানে ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সিলেট সীমান্ত এলাকা থেকে এসব পণ্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তারা আরও স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরেই এই চক্র সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় পণ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
অভিযান পরিচালনার বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, চোরাকারবারিদের আটকের পর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
মৌলভীবাজারসহ দেশের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চোরাই পণ্যের বাজার সম্প্রসারণের পেছনে একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আটক হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে চোরাচালানের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে, যাতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা যায় এবং নিরাপদ সমাজ গঠন করা সম্ভব হয়।