মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম, নাহিদুর রহমান, জামাল উদ্দিন ও আবু তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’’
তিনি আরও জানান, অপরাধীদের গ্রেফতার করতে শ্রীমঙ্গল থানা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং এলাকাবাসীর সহযোগিতায় এই অভিযান আরও কার্যকর হবে বলে আশা করা যায়।