মৌলভীবাজার জেলার চৌমুহনায় হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে হাওর অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (তারিখ সুনির্দিষ্ট করা হয়নি) দুপুর ২টা থেকে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলার সাতটি হাওরপারের উপজেলার কৃষক ও মৎস্যজীবীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, গণমাধ্যমকর্মী ও হাওর রক্ষা আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন হাওর রক্ষা আন্দোলনের জেলা আহ্বায়ক আ স ম ছালেহ সোহেল এবং সঞ্চালনা করেন এম. খছরু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ। আরও বক্তব্য রাখেন বাপা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী মো. ইকবাল, এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, বাইক্কা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিন্নত আলী, পরিবেশবাদী নেতা বিধু ভূষণ, নাট্যব্যক্তিত্ব শাহীন ইকবাল, শামছুল হক সর্দার, এ.কে.এম. আব্দুস সালামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কাউয়াদীঘি হাওরের পরিবেশ নষ্ট করে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হলে প্রকৃতির ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হবে। হাইল হাওরে প্রাণ কোম্পানির নির্মাণকাজ ইতোমধ্যেই পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে এবং বন্যার আশঙ্কা বাড়িয়েছে। বক্তারা প্রাণ কোম্পানির সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।
তারা বলেন, পরিবেশ আইন, ভূমি আইন এবং হাওর উন্নয়ন মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে যারা হাওর অঞ্চলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের দায় নিরূপণ করে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
প্রধান অতিথি জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ বলেন, “জেলার পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন সম্পূর্ণভাবে সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ। কৃষক-মৎস্যজীবীদের স্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে কোনো শিল্পায়ন করা হবে না।”
সভায় উপস্থিত সবাই হাওর রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, প্রশাসন যদি দায়িত্বে অবহেলা করে তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।