প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ১৭:১৮
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সনদই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, এনসিপি দেশ গঠনে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে এবং এর মাধ্যমে গণজাগরণ তৈরি করতে চাইছে।
নাহিদ ইসলাম বলেন, উত্তরের মানুষের মধ্য থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আমরা আশাবাদী। এই পদযাত্রা দ্রুত দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে যাবে। শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন চিন্তা দিয়ে হবে না, সারাদেশের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, দেশে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও মাফিয়াতন্ত্র এখনো রয়ে গেছে। বাস্তব পরিবর্তনের জন্য জনগণের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন জরুরি। এনসিপি সেই আন্দোলন ও ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর।
এই সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগীর।
কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম নিজেই। তাঁরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি ও গণতন্ত্রের জন্য প্রার্থনা করেন।
এর আগে সৈয়দপুরে পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ এবং স্থানীয় নেতা তানজিমুল আলম দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।
কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে এনসিপির পদযাত্রাটি সৈয়দপুর অতিক্রম করে নীলফামারীর উদ্দেশে যাত্রা করে। দলটি জানিয়েছে, তারা প্রতিটি জেলায় পৌঁছে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চায়।
এনসিপির দাবি, ‘জুলাই সনদ’ হলো জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পথনির্দেশক। সুতরাং এটি কার্যকর না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।