প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২১:৪৬
নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষাকক্ষে ছাত্রদল নেতার প্রবেশ ও নির্দেশনা দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ ও কক্ষে দায়িত্বে থাকা চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন বনপাড়া কলেজ কেন্দ্রে ২০৫ নম্বর কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের নির্দেশনা দিতে থাকেন। তার সহযোগী মোবাইল ফোনে ছবি তোলে এবং পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। অথচ পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে প্রবেশাধিকার শুধুমাত্র পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কেন্দ্রে ১৪৪ ধারা জারি ছিল, যা লঙ্ঘন করে রাকিব সরদার কেন্দ্রে প্রবেশ করেন। তিনি একাধিক কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন এবং নিজের উপস্থিতি প্রকাশ্য করেন। পরীক্ষা শুরুর আগে ইউনো লায়লা জান্নাতুল ফেরদৌস কেন্দ্রে গিয়ে অভিভাবক ও বহিরাগতদের বের করে দেন। কিন্তু তার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই এই অনুপ্রবেশ ঘটে।
পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব ও বনপাড়া কলেজের অধ্যক্ষ কোহিনুর খাতুন বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তার অগোচরে ঘটেছে। ছবি ভাইরাল হওয়ার পর ইউএনওর দৃষ্টি আকর্ষণ হলে তিনি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। একই সঙ্গে ওই কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক মোসাদ্দেক হোসেন, নারগিস আক্তার, মতিউর রহমান ও তসলিম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, একটি কেন্দ্রে এই ধরনের রাজনৈতিক অনুপ্রবেশ শুধু পরীক্ষা নয়, শিক্ষাব্যবস্থার উপরই আঘাত। তারা দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।