বরগুনার পাথরঘাটায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ ও পানির পট বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩২ নং পূর্ব ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসীন হোসেন। অনুষ্ঠানে কোডেকের পাথরঘাটা এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোডেকের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং স্কুলে উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, 'শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা চাই প্রতিটি শিশুই যেন শিক্ষার আলো পায়।'
বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন স্কুলব্যাগ ও পানির পট পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলে, 'আমি খুব খুশি। নতুন ব্যাগ পেয়েছি। এখন ভালো করে স্কুলে আসবো।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, 'এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে। এটি তাদের নিয়মিত স্কুলে আসতে উৎসাহিত করবে।' তিনি কোডেককে ধন্যবাদ জানান এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, 'শিক্ষার উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগ প্রশংসনীয়।' তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
কোডেকের পাথরঘাটা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রিশাদ তারেক জানান, এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করাই তাদের সংস্থার মূল লক্ষ্য। তারা আগামীতেও শিক্ষা সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।
উল্লেখ্য, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। এবারের ব্যাগ বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিকতায় একটি পদক্ষেপ।