
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৭:১

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইন ও একটি মাইক্রোবাসসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ওই স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং দু’জনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৪৮) এবং তার স্ত্রী মুক্তা বেগম (৪০)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে হেরোইন পাচার ও বিক্রির সঙ্গে জড়িত।
গতকাল বুধবার রাতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশে এসআই মো. সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ট্রাক টার্মিনালের পাশে অভিযান চালান। সেখান থেকে শমসেরের দোকানের সামনে দাঁড় করানো একটি মাইক্রোবাসে থাকা অবস্থায় ওই দম্পতিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে পুলিশ মাইক্রোবাস থেকে ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

ওসি রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মুক্তা বেগমের বিরুদ্ধে দুটি এবং তার স্বামী জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজা হয়েছে এবং সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও ছিল।

মাদক কারবারে ব্যবহৃত মাইক্রোবাসটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং এর উৎস ও মালিকানা সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। এ দম্পতির গ্রেফতারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ বলছে, গোয়ালন্দ এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে, স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।