প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:৪৫
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয় বলে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৬ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার নলকা এলাকায় গ্যাস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে পাকা রাস্তায় অবস্থান নিয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকদের কাছ থেকে গাঁজার পাশাপাশি মাদক পরিবহন ও কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। সাধারণ মানুষের চোখ এড়িয়ে চলা এই চক্র গোপনে নেশাজাতীয় দ্রব্য ছড়িয়ে দিত।
গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শ্রীধরপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে মো. জীবন হোসেন (৪২) এবং একই এলাকার মো. হাফিজ মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৮)। তারা পেশাদার মাদক কারবারি হিসেবে দীর্ঘদিন ধরে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে র্যাব।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-১২’র সদর কোম্পানীর সদস্যরা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূল করতে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে তারা সদা প্রস্তুত। এলাকাবাসী র্যাবের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।