প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭:৫৪
কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এক পর্যায়ে চরম রূপ নিয়েছে। উপজেলার মধুপুর কাইতপাড়া এলাকায় চাচার বসতবাড়ির পাশে গভীর গর্ত খনন করায় ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় স্থানীয় প্রশাসনের দারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, মধুপুর কাইতপাড়ার মৃত আলসিয়া শেখের দুই ছেলে আবু বক্কর ও আব্দুর রহমান কাচুয়ার মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই সম্প্রতি ভাতিজা ফুল মিয়ার সহায়তায় চাচার বাড়ির লাগোয়া জমিতে ভেকু দিয়ে গভীর গর্ত খনন করা হয়।
ক্ষতিগ্রস্ত কাচুয়া জানান, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে, গর্তের পাশেই আমার বসতঘর হওয়ায় যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে। জমির বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ফল আসেনি।
তিনি আরও বলেন, শুধু গর্ত খননই নয়, কয়েক মাস আগে আমাকে জোর করে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলেছিল তারা। পরে আমাকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যায়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এই পরিস্থিতিতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বলে জানান কাচুয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে অভিযুক্ত ভাতিজা ফুল মিয়া গর্ত খননের বিষয়টি স্বীকার করে বলেন, সেখানে আমাদের পুরোনো বসতভিটা ছিল, যা সরিয়ে ফেলে মাটি উত্তোলন করেছি। তবে জমি দখলের অভিযোগ তিনি অস্বীকার করেন।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, তিনি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছেন। ফিরে এসে অভিযোগটি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
এই ঘটনার সুষ্ঠু সমাধান না হলে পারিবারিক বিরোধ বড় ধরণের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।