
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এ রায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বব্যাপী, এবং রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রচারের ব্যবস্থা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
