প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:০
পর্যটন নগরী কুয়াকাটার লাইট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে বরিশালের সাত জন জুয়াড়িকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৫ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। আটককৃতরা বরিশাল শহরের বিভিন্ন এলাকা থেকে আগত।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, আটক সাত জুয়াড়ির বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা করা হয়েছে। তারা লাইট হাউস আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষে জুয়া খেলছিলেন। অভিযানে উপস্থিত পুলিশ সদস্যরা জুয়ার সরঞ্জামাদি এবং নগদ অর্থ জব্দ করেন।
আটককৃতদের নাম হলো গোরাঙ্গ মন্ডল, ভজন দাস, সজল ঘরামী, দীপঙ্কর চক্রবর্তী, শাহীন শেখ, নাসির ফরাজী ও আব্দুল হাই। তারা প্রত্যেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে আসা বলে পুলিশ জানিয়েছে।
এই ধরনের অপরাধ মোকাবেলায় পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখবে বলে আশ্বাস দেয়। শনিবার (১৭ মে) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুয়া কারবার বন্ধে পুলিশের এই ধরণের অভিযান স্থানীয় জনগণ থেকে প্রশংসিত হয়েছে। তবে এলাকায় জুয়া বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে।
মহিপুর থানা পুলিশ বলেছে, পর্যটন নগরী হিসেবে পরিচিত কুয়াকাটায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমন করতে তারা সবরকম ব্যবস্থা গ্রহণ করবে।