প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:০

“আমি ভালো হতে পারলাম না, তাই নিজেই এই দুনিয়া থেকে চলে যাচ্ছি”—চিরকুটে এমন করুণ বার্তা লিখে চিরদিনের মতো পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছে মেহেদী হাসান আপন (১৬) নামে এক কিশোর। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে।

