মৌলভীবাজারের চৌমুহনা এলাকা 'আওয়ামী লীগ নিষিদ্ধের' দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শতাধিক ছাত্র ও স্থানীয় বাসিন্দা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে গতকাল রাত থেকেই মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার বেলা ৩টার পর থেকে চৌমুহনা সংলগ্ন শমসের নগর রোডে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।
'আওয়ামী লীগ ব্যান করো', 'আবু সাঈদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই' সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চৌমুহনা এলাকা। বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী মজলিস, খেলাফত যুব মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। তবে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করার আশ্বাস দেন।