কুমিল্লার দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ ছাত্রলীগ শাখার সদস্য নাঈম হাসান (২৪) এবং সুলতানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য কাউছার সরকার (৩৩)। নাঈমকে বানিয়াপাড়া গ্রামের বাড়ি থেকে এবং কাউছারকে বক্রিকান্দি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুবেল নামে এক যুবক নিহত হন। তদন্তের ধারাবাহিকতায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের সনাক্ত করা হয়েছে।
নিহত রুবেল (আব্দুর রাজ্জাক) স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতা ও বাসচালক ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ মামলায় ইতিপূর্বে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।