প্রকাশ: ৮ মে ২০২৫, ১৭:৪২
নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮৪ প্যাকেট মাংস। স্থানীয়দের কাছে খবর পাওয়ার পর, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটগুলো উদ্ধার করে। তবে, মাংসের ধরন এখনও স্পষ্ট হয়নি, যা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে, বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশ থেকে মাংসের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয়রা এই প্যাকেটগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাদের এক নজর দেখার জন্য সেখানে ভিড়ও জমে যায়। প্যাকেটগুলো ছিলো পুরোপুরি সিল করা, কিন্তু মাংসের প্রকৃত ধরন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছু লোক রাতে এখানে এসে এই মাংসের প্যাকেটগুলো ফেলে রেখে চলে গেছে। তাদের ধারণা, এগুলো হয়তো পচা মাংস হতে পারে, যা কোনো অসাধু ব্যবসায়ী এখানে ফেলে রেখে গেছেন। সেফালী বেগম, করিম হোসেন এবং আলমগীর হোসেনের মতো স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তদন্তের দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ওসি-তদন্ত সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটগুলো উদ্ধার করেছে। তবে, এখনই বলা যাচ্ছে না যে, মাংসগুলো কিসের। মাংসটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তদন্ত চলছে। স্থানীয়দের আতঙ্কের কারণ হিসেবে এই ধরনের ঘটনা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারে।
এখনো মাংসের ধরন জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং প্যাকেটগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। এ ঘটনায় এলাকার বাসিন্দারা তীব্র উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা দ্রুতভাবে এর সঠিক কারণ জানতে চান।