প্রকাশ: ৭ মে ২০২৫, ১৮:১১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এই ঘটনা ঘটে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
আটক হওয়া ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চেরিকুটি গ্রামের রাসেল (৪২), সুমিনগরের বাদামবাড়ি গ্রামের আশরাফুল (৩৫) এবং মোড়লহাট জিয়াবাড়ি গ্রামের শামীম হোসেন (৩২)। তাঁদের সঙ্গে আরও একজন আটক হয়েছেন, যিনি ভারতীয় নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভোরবেলা সীমান্তের ৩৭৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে চারজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় খোঁজ করেও নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না তারা কে বা কোথা থেকে এসেছে। তবে তিনজন যে বাংলাদেশি, তা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, ভারতের অভ্যন্তরে এভাবে বাংলাদেশি নাগরিকদের আটক হওয়া উদ্বেগজনক। পরিবার ও স্বজনরা এখন উৎকণ্ঠায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ভারতে শ্রমিক হিসেবে অবস্থান করতে পারে অথবা তারা চোরাচালানচক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে বিএসএফ তাদের ধরে ফেলে।
তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে পতাকা বৈঠকের জন্য যোগাযোগ করা হয়েছে। আলোচনার মাধ্যমে তিনজন বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বর্তমানে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দেরকে সীমান্ত অতিক্রম না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।