প্রকাশ: ৬ মে ২০২৫, ১৫:৪৫
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মাঠপাড়া এলাকায় এক ব্যক্তি হত্যাচেষ্টার শিকার হলে তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে, যখন স্থানীয় মাদক ব্যবসায়ী ইনসাফ আলী সহ কয়েকজন ব্যক্তি জিয়া হোসেন নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করতে উদ্যত হয়। এর প্রতিবাদে এলাকাবাসী গত বুধবার সকালে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন পালন করে, যার লক্ষ্য ছিল মাদক ব্যবসায়ী ইনসাফ আলী এবং তার পরিবারকে উচ্ছেদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী।
মাঠপাড়া গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চারমাথায় গিয়ে পৌঁছায়, সেখানে তারা মানববন্ধন করে এবং নানা স্লোগানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। ‘মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙে দাও’, ‘জিয়া ভাই, হাসপাতালে ইনসাফ আলী বাড়িতে মানি না মানবোনা’, ‘ইনসাফ আলীর বিচার চাই’ – এইসব স্লোগান দিয়ে তারা মিছিলটি পুরো এলাকা প্রদক্ষিণ করে।
মহব্বত আলী, সুরমা বেগম, সবুজ মিয়া ও সুরুজ আলীসহ আরও অনেক স্থানীয় বাসিন্দা মানববন্ধনে অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কয়েকদিন আগে ইনসাফ আলী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, প্রকাশ্যে মাঠপাড়া এলাকায় জিয়া হোসেনকে চাপাতি দিয়ে আঘাত করে। যদিও এলাকাবাসী ইনসাফ আলীকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেছে, তবুও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানববন্ধনকারীরা প্রশাসনের কাছে দ্রুত ইনসাফ আলীকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন।
মহব্বত আলী বলেন, মাদক ব্যবসায়ীদের টাকা বেড়েছে, আর এই মাদক ব্যবসায়ীরা এমনভাবে রাজত্ব করছে যে, যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং হয়রানি করা হয়। তিনি জানান, কিছু দিন আগে তিনি অফিসের কাজে দিনাজপুরে ছিলেন, অথচ তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়। এছাড়াও, স্থানীয় সুখী ও তার স্বামী ফারুক মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালানোর অভিযোগ ওঠে। এই ব্যবসার বিরুদ্ধে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধনকারীরা।
এলাকার জনগণ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে ওঠে, তাদের দাবি স্পষ্ট - মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অবিলম্বে ইনসাফ আলীসহ অন্যান্য অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।