রাজধানীর শান্তিনগরে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ইউনিট দমকল কাজ চালাচ্ছে, তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের খবর পৌঁছায়। প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়। মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ভবনের নিচতলায় আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরও উল্লেখ করেন, ভবনের ভেতরে অনেক ক্রেতা ও দোকানদার আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। তবে ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শপিং মলের বৈদ্যুতিক সংযোগে সমস্যা থেকে আগুন লাগতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি।
ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত রয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।