প্রকাশ: ৫ মে ২০২৫, ১৭:৪০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামে আকলেমা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৫০ বছর এবং তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকলেমা বেগমের ছেলে জীবিকার তাগিদে বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। স্বামী নাসির উদ্দীনের সঙ্গে করিয়া গ্রামে বসবাস করতেন তিনি। দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং রংপুরে নিয়মিত চিকিৎসা চলছিল বলে জানিয়েছেন তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান, সকালে কাজের জন্য সবাই বাইরে গেলে আকলেমা বেগম বাড়িতে একা ছিলেন। এ সময় ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরবর্তীতে বাড়ির এক আত্মীয় তার ছেলে খুঁজতে এসে আকলেমা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তারা আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকলেমা বেগমের মানসিক সমস্যার কারণে তার চলাফেরা ও আচরণে দীর্ঘদিন ধরেই অসঙ্গতি দেখা যাচ্ছিল। তারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার জানান, নিহত বৃদ্ধার ছেলে মালয়েশিয়া থেকে ফোনে জানান যে তার মা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন এবং পরিবারের কোনো অভিযোগ নেই। লিখিত আবেদন পেলে আদালতের অনুমতি অনুযায়ী লাশ দাফনের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।