জমি নিয়ে বিরোধে আহত হয়ে দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শাহ আলম রাঢ়ী (৫৭) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ২৩ মার্চ বাউফল উপজেলার গোসিঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষের সময় তাঁর মাথায় আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর বরিশাল ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাঁর মাথায় অস্ত্রোপচার করলেও পরবর্তীতে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।
ডা. আব্দুর রউফ বলেন, "মস্তিষ্কে জটিলতা ও নিউমোনিয়ার কারণে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিচ্ছিলেন শাহ আলম। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।"
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে দুজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজন এখনো আটক রয়েছেন।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।