জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনী। মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, যিনি বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, বরং দেশের জন্য একটি নির্ভরযোগ্য রোডম্যাপ।
সভায় কৃষক দল নেতা বিষ্ণ চন্দ্র মন্ডল বলেন, দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কৃষক ও শ্রমিকের প্রাপ্য সম্মান প্রতিষ্ঠায় এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন বলেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যেও ৩১ দফার গুরুত্ব তুলে ধরতে হবে। কারণ এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পেতে পারে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি সময়োপযোগী। তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ একজোট হলে এই রোডম্যাপ বাস্তবায়নে কোনো বাধা টিকবে না।
সভা শেষে প্রদর্শিত তথ্যচিত্রে ৩১ দফার প্রতিটি পয়েন্টের প্রেক্ষাপট ও তা বাস্তবায়নের সম্ভাব্য ফলাফল বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টি সহজে অনুধাবন করতে সক্ষম হয়।
আয়োজকরা জানান, এই ধরনের মতবিনিময় সভা শুধু জামালপুরেই নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের স্বপ্ন বাস্তবায়নে সকলে উদ্বুদ্ধ হবেন।
জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রতি জনমানুষের আগ্রহ পরিলক্ষিত হয়েছে।