মৌলভীবাজারের জুড়ীতে অনুষ্ঠিত এক দাওয়াতি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা অর্জন বা সরকারে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।
মঙ্গলবার দুপুর ২টায় জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. আজিম উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ বলেন তিনিই ক্ষমতা দেন এবং কেড়ে নেন। তাই আমরা ক্ষমতার জন্য লড়ি না, বরং মানবতার কল্যাণে আমাদের সংগ্রাম। তবে কেউ যেন এটা না ভাবে যে, জামায়াত দায়িত্ব পেলে তা নিতে অস্বীকার করবে। আল্লাহ চাইলে জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে এবং সেইভাবেই দায়িত্ব আসবে।
তিনি আরও বলেন, আমরা শুধু প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি বা স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতি করি না। আমাদের রাজনীতি এক বিশাল দায়িত্ব নিয়ে—জনগণকে আলোর পথে আহ্বান করার জন্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম এবং জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জুড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধী সমাজ। বক্তারা বলেন, এ সংগ্রাম নিছক রাজনীতির জন্য নয়, বরং সমাজকে ইসলামি ন্যায়নীতির ভিত্তিতে গড়ে তোলার জন্য।
এই দাওয়াতি সভার মাধ্যমে জামায়াতের নেতারা জনসাধারণের উদ্দেশ্যে তাঁদের মূল আদর্শ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যেখানে দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।