নওগাঁয় এক আন্তঃজেলা ডাকাতি চক্রের তিন সক্রিয় সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি অটো চার্জার ভ্যান, ১৯টি অটো চার্জার ভ্যানের ব্যাটারি ও ১৫০ কেজি খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। রোববার নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নওগাঁ জেলা পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফারজানা হোসেন।
গ্রেপ্তারকৃত ডাকাতি চক্রের তিন সদস্য হলেন নওগাঁর পোরশা উপজেলার আব্দুল জব্বার, চাঁপাইনবাবগঞ্জের নুরুজ্জামান ও নওগাঁর সাপাহার উপজেলার মোহাম্মদ সেলিম।
চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত পাঁচজন হলেন নওগাঁর মান্দা উপজেলার শহিদ খান, কাওছার আলী মৃধা, আব্দুল মতিন মোল্লা, জিয়াউর রহমান ও আজিজুল মন্ডল।
পুলিশ জানায়, গত বুধবার সাপাহার থানার এক অটো চার্জার ভ্যান চালককে মারধর করে তার গাড়ি ছিনতাই করে ডাকাতরা। একইভাবে শুক্রবার পোরশা থানার আরেক চালকের গাড়ি ছিনতাই করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, মোহাম্মদ সেলিম সাপাহার উপজেলা জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে আটটি ডাকাতির মামলা রয়েছে।