নওগাঁর মান্দায় সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নানকে গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে গণপিটুনি দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সতিহাট মসজিদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ গ্রাহকরা আব্দুল মান্নানকে আটক করে মৈনম এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে টাকা ফেরতের দাবি জানায়। পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
গ্রাহকদের অভিযোগ, সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সম্পাদক শাহিন আক্তার মিঠু বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন। প্রাথমিকভাবে কিছু মুনাফা দেওয়া হলেও গত ছয় মাস ধরে তারা টাকা ফেরত দিচ্ছেন না।
এ বিষয়ে গ্রাহক ফারমিন আক্তার বলেন, "আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে গত দেড় বছর ধরে কোনো মুনাফা দিচ্ছে না। টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানাচ্ছে।"
জানা গেছে, সমিতিটি শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করেছিল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১ লাখ টাকায় ২ হাজার টাকা মুনাফা দেওয়ার কথা থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়।
সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, "যারা ঋণ নিয়েছেন, তারা টাকা ফেরত দিচ্ছেন না। আমরা চেষ্টা করছি টাকা উঠিয়ে গ্রাহকদের ফেরত দিতে।"
স্থানীয় গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, "গ্রাহকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল। আজ তারা ধৈর্য হারিয়ে ফেলে।"
মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশীদ জানান, সমিতির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। তিনি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার তাগিদ দেন।
অন্যদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির সম্পাদক শাহিন আক্তার মিঠু বর্তমানে আত্মগোপনে রয়েছেন। গ্রাহকরা তার সন্ধান করছেন বলে জানা গেছে।