প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৫
বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় রবিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম ইয়ানুর বেগম (৩০)। তিনি ওই এলাকার হাবিব মাঝির স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। হিজলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, রবিবার দুপুর দেড়টার দিকে চর কুশুরিয়া এলাকায় বজ্রপাতে ইয়ানুর বেগম অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।