দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর এলাকায় এক যুবতীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মধ্য বসুদেবপুর এলাকায় এক ভাড়াবাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিয়া আক্তার (২৫) পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সাগরের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় গত এক মাস ধরে তিনি একাই ওই বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার দিন দুপুরে প্রতিবেশীরা সাদিয়ার ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিলে ভয়াবহ দৃশ্য দেখতে পান। ঘরের ভেতর আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় তারা।
পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। হাকিমপুর থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক তদন্তে স্বামীর সঙ্গে অশান্তিকেই আত্মহত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সাদিয়ার একটি সন্তান রয়েছে, যা তার বাবার বাড়িতে থাকে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাদিয়া সাধারণত একা থাকতেন এবং খুব কম মানুষের সঙ্গে মিশতেন।