প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:১১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুইটি মামলায় এই দণ্ড দেওয়া হয়।