কক্সবাজারের টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে এসে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ জনকে উদ্ধার করা হয়েছে। গত ১৫ এপ্রিল সিলেট থেকে কাজের উদ্দেশ্যে কক্সবাজার আসা এই ৬ জনের নিখোঁজ হওয়ার পর পরিবার ও পুলিশ উদ্বেগের মধ্যে পড়ে। তাদের নাম হচ্ছে রশিদ আহমদ, মারুফ আহমদ, শাহিন আহমদ, এমাদ উদ্দিন, খালেদ হাসান ও আব্দুল জলিল। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।