প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৪৪
খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের গোপন আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে অপহৃত পাঁচ শিক্ষার্থীর সন্ধানে পরিচালিত এই অভিযানে এই বিপুল আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।