প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:২৯
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন চত্বরে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমি চাই সরাইল হোক শান্তিময় উপজেলা। দাঙ্গা-হাঙ্গামা মুক্ত একটি জনপদ গড়ে তুলতে চাই, যেখানে সম্প্রীতি ও ভালোবাসা থাকবে।”
তিনি আরও বলেন, “নতুন বছর নতুন আশার প্রতীক। পুরোনো ভুল ভুলে সবাই যেন একসাথে এগিয়ে যায়। সরাইল উপজেলা নিয়ে কেউ যেন বাহিরে বাজে মন্তব্য করতে না পারে—সেই পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”
এই আয়োজনে আরও ছিল বাংলা নববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেজে উঠে পহেলা বৈশাখের মঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক আলী মোহাম্মদ দুলালসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, কৃষি কর্মকর্তা একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল সুলতানা এবং উপজেলা ফায়ার সার্ভিসের রিয়াজ আহমেদ।
সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। সরাইলের মানুষ এ দিনটিকে উপভোগ করেছেন উৎসবমুখর পরিবেশে ও সম্প্রীতির আবহে।