প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৪
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক পুলিশ সদস্যের বাড়িতে সংঘটিত ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার পর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের সমস্ত মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মাহাদী হাসান খান বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। তার বাবা মোফাজ্জেল আলী খান একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা।
মোফাজ্জেল আলী খান জানান, ঘটনার সময় পরিবারের সবাই মেয়ের বাড়িতে ছিলেন। ঘরে কেউ না থাকায় সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার আগে ঘরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, ওই রাতে পাশের এলাকায় একটি মাহফিল চলছিল। তারই ফাঁকে দুর্বৃত্তরা এই নৃশংস কাজটি করে। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের তাপে ঘরের দেয়াল ফেটে যায় এবং ছাদ ধসে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে বাড়িটির বসবাসযোগ্য অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এমন ঘটনা এই গ্রামে আগে কখনো ঘটেনি। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগবে বলে আশঙ্কা করছেন সবাই। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।