গাজীপুরের কালিয়াকৈরে লামিয়া আক্তার (১২) নামে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন মিয়া(২৪) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী প্রতিবন্ধী শিশু লামিয়ার খালা হোসনে আরা জানান, বৃহস্পতিবার সন্ধায় লামিয়া বাড়ির পাশে শুকনো পাতার বস্তার আড়ালে বসে খেলা করছিল। এ সময় পাশের বাড়ির নয়ন মিয়া লামিয়া কে একা পেয়ে পড়নের জামা কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করে।
বিষয়টি লামিয়ার খালা হোসনে আরা দেখতে পেয়ে লম্পট নয়ন মিয়াকে হাতেনাতে ধরে চিৎকার করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নয়ন মিয়াকে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে।খবর পেয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান অভিযুক্ত নয়ন মিয়া কে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশু লামিয়া আক্তারের বাবা হারুন অর রশিদ বাদী হয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জাফর আলী থানায় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নয়ন মিয়াকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।