প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:৪৯
আজ বৃহস্পতিবার থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পরীক্ষাটি শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় মোট ১,৫১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, তবে ৩১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়।