ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরের চারমাথা মোড়ে এসে শেষ হয়।
পরে ওই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে শ্লোগান দেন নেতাকর্মীরা। তারা বলেন, "দুনিয়ার মুসলিম এক হও", "ইসরাইলের কালো হাত ভেঙে দাও", "ইসরায়েলি পণ্য বয়কট বয়কট", "কোকাকোলা বয়কট বয়কট" ইত্যাদি শ্লোগান তুলে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় যে নৃশংসতা চালানো হচ্ছে, সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে এবং হাজার হাজার নিরীহ মানুষ অনাহারে, অশান্তিতে জীবনযাপন করছে। তারা আরও বলেন, "আমরা কিছুই করতে পারছি না, শুধু চেয়ে চেয়ে দেখছি। তবে আমাদের ছোট প্রতিবাদ একদিন ইসরাইলের গণহত্যা রুখে দেবে।" বক্তারা বলেন, আমেরিকার মদদে গাজায় ইসরাইলীদের গণহত্যা চলছে। তারা আরও হুঁশিয়ারি দেন যে, "গণহত্যা বন্ধ না হলে আমরা রাজপথে থেকে প্রতিবাদ জানাতে থাকব।"
প্রতিবাদ সমাবেশে আরও বলা হয়, ইসরাইলি পণ্য বয়কট করতে হবে এবং এসব পণ্য বিক্রয় না করার আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তৃতা করেন হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মোফা, এস এম রেজা বিপুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরমান আলী প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রদান, সৌদি প্রবাসী ইয়াসিন আলীসহ আরও অনেকে।
এই প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা দেশের জনগণ এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের পরিস্থিতি তুলে ধরতে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, ইসরায়েলের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলন প্রয়োজন।