প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৮:২
গাজায় ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ‘গাজায় গণহত্যা বন্ধ কর’ এবং ‘STOP GENOCIDE IN GAZA’ শিরোনামে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এছাড়া ব্যানারে লেখা ছিল: “Our Demonstration in Solidarity with the Palestinian People Against the Israeli Genocide and Crimes Against Humanity in Gaza”।