প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ২১:২৬
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত ৩১ মার্চ, ঈদ-উল-ফিতরের দিন সকাল সাড়ে ৮ টায় জোয়ারের পানির চাপে বাঁধটি ভেঙে নদী গর্ভে চলে যায়। এতে বিছট, নয়াখালী, বল্লভপুর, আনুলিয়া, কাকবাসিয়া সহ ১০টি গ্রাম পানিতে ডুবে যায়। প্রাথমিকভাবে রিং বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও পরে বাঁধের ৪০-৫০ ফুট অংশ ভেঙে যাওয়ার পর পানির প্রবাহ বাড়তে থাকে। ফলে হাজার হাজার বিঘা ফসলি জমি, মৎস্য ঘের, পুকুর এবং পোল্টি ফার্ম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। এসময় প্রায় ১২ শত পরিবারের ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।