প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১৯:১৩
গ্রীষ্মের তীব্র তাপদাহ এবং বৃষ্টির অভাবে মৌলভীবাজার জেলার চা শিল্প বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে চলা এই তাপদাহে জেলার ৯২টি চা বাগানের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন চা বাগানে পাতা পুড়ে যাচ্ছে, নতুন কুঁড়ি আসছে না এবং চা গাছের উৎপাদন কমে যাচ্ছে। গত কয়েক মাসে বৃষ্টিপাত খুবই কম হওয়ায়, চা বাগানগুলোর অবস্থার আরও অবনতি ঘটেছে। চা পাতা উত্তোলনের ভরা মৌসুমে নতুন পাতা আর কুঁড়ি না আসায় শ্রমিকদের দৈনিক নির্ধারিত পরিমাণ চা পাতা সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে চা শ্রমিকরা তাদের দৈনিক হাজিরা পরিমাণ পাতা তুলতে পারছেন না।