প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৩
ঈদের দিন দুপুর সাড়ে ১২টা। শহরের প্রতিটি কোণে আনন্দ আর উচ্ছ্বাসের মাঝে, একদিকে অস্থিরতা, অন্যদিকে শঙ্কা। রিমা খাতুন, যিনি গর্ভবতী, তার কপালে চিন্তার ভাজ। ঈদের ছুটির কারণে সব সরকারি-বেসরকারি হাসপাতাল বন্ধ, বিশেষজ্ঞ চিকিৎসকরাও ছুটি কাটাতে গ্রামের বাড়ি চলে গেছেন। এমন পরিস্থিতিতে প্রসববেদনায় কাতরাচ্ছিলেন তিনি। অবশেষে, একমাত্র আশ্রয়স্থল হিসেবে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দিকে রওনা হন রিমা ও তার স্বামী উজ্জল হোসেন।