প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৭
ঝিনাইদহে ঈদ যাত্রার ফিরতি টিকিটের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবহন শ্রমিকদের মতে, ঢাকার পরিবহন মালিক সমিতির নির্দেশে এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে প্রশাসন কিংবা স্থানীয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যা যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।