দিনাজপুরের হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ এপ্রিল) বিকেল ৩ঃ ৩০ মিনিটে উপজেলা জামায়াতে ইসলামী অফিস রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, সাবেক উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (ইগট) এর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কবীর হোসাইন উপজেলা বায়তুল মাল সম্পাদক খায়রুল ইসলাম, হাকিমপুর পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন, যুব বিভাগের আরাফাত হোসেন, আব্দুর রাজ্জাক, ছাত্রশিবির সাবেক নেতা মীর শহীদ হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ঈদ পূর্ণ মিলনী দূরের কথা আমরা আমাদের দলীয় অফিস খুলে দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে কোন পরামর্শ সভা পর্যন্ত করতে পারি নাই। দীর্ঘ দিন পরে ঈদ উদযাপনের পরে দলীয় নেতা-কর্মীদের এক সাথে নিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে উম্মুক্ত আলোচনা করতে পারতেছি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আগামী নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের করনীয় ও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ায় তাদের এই আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।