নওগাঁ জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলো নতুন সংগঠন 'নওগাঁ পাবলিকিয়ান পরিবার'। বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
সংগঠনটিতে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল প্রতিষ্ঠানের নওগাঁর শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাকৃবি ও রুয়েট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ আহমেদ সিয়াম বলেন, "নওগাঁর শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের অভাব ছিল। এই সংগঠনের মাধ্যমে আমরা জেলার সন্তানদের মধ্যে সংযোগ তৈরি করতে চাই। এটি নওগাঁর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার আব্দুস সবুর বলেন, "নওগাঁর শিক্ষার্থীরা দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে যে সাফল্য দেখাচ্ছে, তা আমাদের গর্বের বিষয়। এই সংগঠন তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।"
সংগঠনের প্রধান লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে নওগাঁ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী রুমানা আক্তার বলেন, "আমরা একে অপরের সাথে জ্ঞান বিনিময় করবো। নওগাঁর প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ সেবা চালু করার পরিকল্পনা আছে।"
সংগঠনের উদ্যোগে আগামী মাসে নওগাঁ জেলার বিভিন্ন স্কুল-কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং সেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের গবেষণা কাজে সহায়তা ও বৃত্তি সংক্রান্ত তথ্য প্রদান করা হবে।
নওগাঁ জেলা প্রশাসক সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "এ ধরনের সংগঠন স্থানীয় মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাদের সকল কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করব।"
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারহান আহমেদ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তানভীর হাসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম। তারা সকলেই নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী।
প্রথম পর্যায়ে সংগঠনটির সদস্য সংখ্যা ১৫০ জন। আগামী তিন মাসের মধ্যে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নওগাঁর শিক্ষার্থীদের নিয়ে শাখা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।