প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৮:১০
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামে দুধর্ষ সন্ত্রাসী ও অপরাধী চক্রের বিরুদ্ধে স্থানীয়দের এক যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কল্যাণকলস স্লুইস বাজারে শত শত নারী ও পুরুষ একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী নাগরিকরা সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চোরা কারবারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মোঃ শাহ জামাল, মোঃ ফরহাদ হোসেন বাবু সহ অন্যান্য সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।