শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয়ভাবে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সূত্রপাত গত দুই সপ্তাহ আগে, যখন রোশেনা বেগমের কয়েকটি রাজ হাঁস জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন। এর দুইদিন পর রোশেনার পক্ষের লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে পাল্টা মারধর করে।
এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের মধ্যস্থতায় দুই পক্ষ আপোষে রাজি হলেও পরবর্তীতে জয়দর মিয়ার লোকজন আবারও রোশেনার পক্ষের একজনকে আক্রমণ করে। এ নিয়ে উভয় পক্ষ থানা ও আদালতে মামলা করে।
পূর্ববর্তী বিরোধের জেরে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিকেল ৫টা পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা জানান, এলাকায় উত্তেজনা এখনও থামেনি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন, পূর্ববর্তী বিরোধের কারণেই এই সংঘর্ষ হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ এলাকায় শান্তি বজায় রাখতে প্রস্তুত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা আগেও ঘটেছে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।