প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২:৪২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, ১৭ বছর ধরে একই গল্প শোনালেও ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার। জনগণই তার পতন নিশ্চিত করেছে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক। পুরনো ধাঁচের শাসন টিকিয়ে রাখলে দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়বে।