প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৯:৪২
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের লাম্বাদড়াল হাওর এলাকায় দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ খের) জমির বোরো ধান বিষাক্ত কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। এতে কৃষক মো. রুবেল মিয়া ও আমজদ আলীর স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা জানিয়েছেন, তারা এই জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন এবং এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। তবে দুর্বৃত্তদের এই আক্রমণ তাদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন করেছে।